ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

প্লে-অফে লাহোরে রিশাদ

প্লে-অফে লাহোরে রিশাদ

বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পাকিস্তানে ফিরেছেন। লাহোর কালান্দার্সের হয়ে প্লে-অফ পর্বে মাঠে নামার কথা রয়েছে তার।

গত ২২ মে (বুধবার) বাংলাদেশ সময় রাত ৯টায় এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে খেলবে লাহোর কালান্দার্স। এই ম্যাচে দেখা যেতে পারে রিশাদকে। জয় পেলে লাহোর পৌঁছে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে, যেখানে তাদের মুখোমুখি হতে হবে ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ মে, আর ফাইনাল হবে ২৫ মে।

লাহোর কালান্দার্সের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় রিশাদ বলেন, “আসসালামুআলাইকুম সবাইকে। লাহোর কালান্দার্স পরিবারের কাছে আমি আবারও ফিরে এসেছি। ইনশাআল্লাহ মাঠে দেখা হবে এবং আমরা একসঙ্গে শিরোপা জিতব।”

চলতি আসরে রিশাদ শুরুতে খেললেও মাঝে কয়েকটি ম্যাচে ছিলেন বিশ্রামে। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৮.৭০ ইকোনমি রেটে তিনি নিয়েছেন ৯টি উইকেট।

পিএসএলের দ্বিতীয় পর্ব শুরুর পর লাহোর দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। ড্যারিল মিচেলের জায়গায় অন্তর্ভুক্ত হয়েছেন সাকিব আল হাসান এবং টম কারানের পরিবর্তে দলে এসেছেন শ্রীলঙ্কান ব্যাটার ভানুকা রাজাপাকশে। জাতীয় দলের ব্যস্ততায় পাকিস্তান ছাড়তে হওয়ায় সিকান্দার রাজার জায়গায় নেয়া হয়েছে বাংলাদেশের আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।

রিশাদ ছাড়াও লাহোরের স্কোয়াডে আছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার সাকিব ও মিরাজ। ফলে দলটির প্লে-অফ পর্বে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ থাকছে চোখে পড়ার মতো।

রিশাদ,লাহোরে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত