ঢাকা রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

উখিয়ায় মাদকাসক্ত পিতার হাতে ৪ বছরের মেয়ে খুন

উখিয়ায় মাদকাসক্ত পিতার হাতে ৪ বছরের মেয়ে খুন

কক্সবাজারের উখিয়ায় পিতার হাতেই খুন হল ৪ বছরের কন্যা।

শনিবার রাত ৯টার টার দিকে উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মনখালীর কোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কন্যাশিশুর নাম কানিজ ফাতেমা জ্যোতি। এ ঘটনায় অভিযুক্ত পিতা আমান উল্লাহকে (৩০) আটক করেছে পুলিশ। রোববার সকালে তাকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) দু্র্জয় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারিবারিক কলহের জেরে আমান উল্লাহ তার স্ত্রীকে লোহার পুতা দিয়ে মারার উদ্দেশ্যে আক্রমণ করে। এ সময় স্ত্রী পালিয়ে গেলে চার বছর বয়সী কন্যা শিশু কানিজ ফাতেমা জ্যোতির মাথায় লোহার পুতার আঘাত করে। পরে গুরুতর আহত শিশুটিকে পার্শ্ববর্তী খালে ফেলে দিয়ে নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে এক কোণে লুকিয়ে থাকে আমান উল্লাহ।

দু্র্জয় সরকার জানান, স্থানীয়দের কাছ থেকে ঘটনা অবহিত হয়ে পুলিশ গিয়ে আমান উল্লাহকে গ্রেপ্তার করে। এসময় নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মা জোসনা আক্তার জানান, তার স্বামী নিয়মিত মাদক সেবন করতেন। এর আগেও মাদক সেবন করে খুনের ঘটনায় জেল খাটেন। এরপর থেকে তিনি নিজের এবং সন্তানদেরকে নিয়ে ভয়ে থাকতেন, তাই বাড়িতে থাকা দা এবং ছুরি লুকিয়ে রাখতেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকাসক্ত,পিতা,মেয়ে খুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত