অনলাইন সংস্করণ
১৯:২৭, ১৩ ডিসেম্বর, ২০২৫
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে জয় ধরে নিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করা আফগানিস্তান ২৮৩ রানে অলআউট হয়। জবাবে খেলতে নেমে জাওয়াদ আবরারের ৯৬ ও রিফাত বেগের ৬২ রানের ইনিংসের সাহায্যে মাত্র ৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশের যুব দল।
বড় লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতে জাওয়াদ ও রিফাত ১৫১ রান যোগ করেন। এক সময়ে মনে হচ্ছিল ১০ উইকেট হাতে রেখেও জয় পাওয়া সম্ভব হবে। তবে দ্রুত দুই ওপেনারকেই ফিরিয়ে আনে আফগান বোলার রুহউল্লাহ আরব।
তৃতীয় উইকেটে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকী দলের হাল ধরেন। তারা ৬৬ রান যোগ করে। কালাম ২৯ রান করে আউট হন খান আহমদজাইয়ের বলে। অধিনায়ক আজিজুল হাকিম আউট হন খাতির স্ট্যানিকজাইয়ের শিকার হয়ে।
শেষ দিকে এক ওভারে মাত্র ২ রান করা অবস্থায় বাংলাদেশের জয় নিয়ে শঙ্কা দেখা দেয়। মোহাম্মদ আব্দুল্লাহ ২ রান করে আউট হন, সামিউন বশির রাতুল কোনো রান করার আগেই ফিরেন। দলের যখন ১ রান প্রয়োজন, তখন ১৩ রান করা শেখ পারভেজ জীবনও আউট হন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে বাংলাদেশের জয় নিশ্চিত করেন রিজান হোসেন। তিনি ১৩ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। শেষ চার ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ২১ রান।
দুবাইয়ে আইসিসি একাডেমি গ্রাউন্ডে আফগানিস্তান টস জিতে ব্যাটিংয়ে নেমেও শুরুটা ভালো করতে পারেনি। ইনিংসের চতুর্থ ওভারেই সাদ ইসলাম রাজিন প্রথম উইকেট তুলে নেন। আব্দুল্লাহ ১৩ বলে ৩ রান করে আউট হন।
দ্বিতীয় উইকেটে ফায়সাল ও উজাইরউল্লাহ জুটি গড়ে ভাঙেনি শুরু ধাক্কা। ৫০ বলে ৩৪ রান করা উজাইরউল্লাহর বিদায়ের পর ভাঙে ৬৬ রানের জুটি।
বাঁহাতি স্পিনার রাতুলের দুর্দান্ত বোলিংয়ে উজাইরউল্লাহ বোল্ড হয়ে ফেরেন। ফায়সাল উজাইরউল্লাহর সঙ্গে জুটি গড়ার পাশাপাশি ৫৯ বলে হাফ সেঞ্চুরি করেন। দ্রুতগতিতে রান তোলার পর ৯১ বলে সেঞ্চুরি পান, তবে একশ করার পর ফেরেন। ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করা ফায়সালকে ফেরান ইকবাল ইমন।
মাহবুব খান ভালো ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি করতে পারেননি। ৫৫ বলে ৪৪ রান করে আউট হন শাহরিয়ার আহমেদের বলে। শেষ দিকে আজিজুল্লাহ মিয়াখিল ও আব্দুল আজিজের ব্যাটে আফগানিস্তান ২৮৩ রানের সংগ্রহে পৌঁছায়। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন শাহরিয়ার ও ইকবাল হোসেন ইমন।
এই জয়ে যুব এশিয়া কাপে শুভ সূচনা করলো লাল-সবুজের প্রতিনিধিরা।