ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের দেড় ঘণ্টারও বেশি সময়ের আপ্রাণ চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, রাত ৩টা ৩৮ মিনিটে সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছিলেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার পর মাত্র ১০ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে একে একে আরও ৭টি ইউনিট যোগ হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে সাততলা বস্তির বেশিরভাগ ঘর এবং আসবাবপত্র পুড়ে গেছে। আগুনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পোড়া বাড়ির কাছাকাছি এসে খোঁজখবর নিচ্ছিলেন, তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাদের ভিতরে প্রবেশ করতে বাধা দিচ্ছেন। তারা বলেন, কোনো দুর্ঘটনা এড়াতে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে, আগুনে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আবা/এসআর/২৫

মহাখালী,আগুন,নিয়ন্ত্রণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত