অনলাইন সংস্করণ
১৮:২৬, ২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় বিমানের দুই পাখা ভবনের দুই পাশের রুমে আছড়ে পড়ে এবং সামনের অংশ গিয়ে সোজা সিঁড়িতে ধাক্কা খায়। দুর্ঘটনার ভয়াবহতায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।
সোমবার দুপুরে ঘটনার পরপরই পুড়ে ছাই হয়ে যায় স্কুলের প্রাথমিক শাখার দুটি ক্লাসরুম।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানে আগুন ধরে যায়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ক্লাসরুমে। এতে স্কুলে চলমান ক্লাসের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। অনেকেই বেরিয়ে আসতে পারেনি সময়মতো। সেই আগুনে দগ্ধ হয় বহু শিশু। এখনও অনেকের অবস্থা আশঙ্কাজনক। স্কুলের দারওয়ান নিশ্চিত করেছেন, বিধ্বস্ত হওয়া ভবনে মূলত প্রথমিক শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চলত, যাদের মধ্যে অনেকেই হতাহত হয়েছে।
বিমান বাহিনী সূত্রে জানানো হয়েছে, দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করা বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে আগুন ভবনের নিচতলা ও পার্শ্ববর্তী দুটি কক্ষে ছড়িয়ে পড়ে।
এ পর্যন্ত দগ্ধ অবস্থায় ৭০ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ঘটনাস্থলেই এক শিক্ষার্থীর মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পুড়ে যাওয়া ক্লাসরুম দুটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছিন্নভিন্ন বেঞ্চ, পুড়ে যাওয়া ব্যাগ ও বইপত্র থেকে দুর্ঘটনার ভয়াবহতা বোঝা যায়। এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।