
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে সহায়তায় এগিয়ে এসেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। দুর্ঘটনার তাৎক্ষণিক পরপরই আহতদের পরিবহনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের পরিবহনের জন্য মেট্রো ট্রেনের সামনের দিক থেকে দ্বিতীয় কোচটি নির্দিষ্ট করে রাখা হয়েছে। পাশাপাশি, উত্তরা ডিপোর ভেতর দিয়ে অ্যাম্বুলেন্স যাতায়াতের পথ উন্মুক্ত করে দেওয়া হয়, যাতে দ্রুততর সময়ে আহতদের বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয়।
এ ছাড়া, মেট্রোরেলের পরিবহন পুলের গাড়িগুলো দিয়াবাড়ি গোলচত্বরের পাশে প্রস্তুত রাখা হয়েছে, যাতে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া যায়।
মেট্রোরেলের এই উদ্যোগে উদ্ধার কার্যক্রমে গতি এসেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দ্রুত অ্যাক্সেসের কারণে অনেক দগ্ধ শিক্ষার্থীকে কম সময়ে বার্ন ইনস্টিটিউটে পাঠানো সম্ভব হয়েছে।
প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। এতে পুড়ে যায় প্রাথমিক শ্রেণির দুটি ক্লাসরুম। আহত হয় অর্ধশতাধিক শিক্ষার্থী, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।