রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় আহতদের রক্ত দিতে ছুটে আসছেন অসংখ্য মানুষ।
সোমবার (২১ জুলাই) বিকেল থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে রক্তদাতাদের দীর্ঘ সারি দেখা গেছে।
দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন রক্তদাতা সংগঠনের মাধ্যমে রক্তের আবেদন ছড়িয়ে পড়লে সাড়া দিয়ে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে দাঁড়িয়েছেন দগ্ধদের পাশে। হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে অন্তত ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। অনেকের শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে।
রক্তদাতাদের একজন আশরাফুল ইসলাম বলেন, ‘সংবাদ দেখে আর ঘরে থাকতে পারিনি। স্ত্রীকে নিয়েও এসেছি। যার যেভাবে দরকার, আমরা রক্ত দিতে প্রস্তুত।’
বার্ন ইনস্টিটিউট সূত্র জানিয়েছে, পজিটিভ গ্রুপের রক্তে আপাতত সংকট না থাকলেও নেগেটিভ গ্রুপের রক্তের ঘাটতি রয়েছে।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষের এমন উদার ও মানবিক সাড়া দেশজুড়ে সৃষ্টি করেছে সহানুভূতির আবহ। দগ্ধদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।