ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ধামরাইয়ে মদপানে প্রাণ গেল দুই যুবকের

ধামরাইয়ে মদপানে প্রাণ গেল দুই যুবকের

ঢাকার ধামরাইয়ে বিষাক্ত ও অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের ভালোম গুচ্ছগ্রামে একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন— রংপুরের মিঠাপুকুর থানার শঠিবাড়ী এলাকার মৃত বাবলু কুজুরের ছেলে বিপ্লব কুজুর (২৭) এবং একই থানার হলদি বাথান গ্রামের ভুবন দালালের ছেলে সুধীর দালাল (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই দুই যুবক ভালোম গুচ্ছগ্রামের ভ্যানচালক আবুল কাশেমের বাড়িতে ভাড়া থাকতেন এবং এলাকায় বিভিন্ন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন। প্রতিদিনই তারা মদপানে অভ্যস্ত ছিলেন। নিজেদের তৈরি মদ না থাকলে স্থানীয় মদ ব্যবসায়ীদের কাছ থেকে মদ কিনে পান করতেন।

বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার ভোরের মধ্যে বিষাক্ত ও অতিরিক্ত মদপানের কারণে তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

বাড়ির মালিক আবুল কাশেম বলেন, ‘তারা দীর্ঘদিন ধরে আমার বাড়িতে থাকছে। আদিবাসী হওয়ায় প্রতিদিনই মদ পান করতো। অনেকবার নিষেধ করলেও তারা শুনতো না।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দুই যুবক,প্রাণ গেল,মদপান,ধামরাই
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত