অনলাইন সংস্করণ
১০:১৩, ২৩ আগস্ট, ২০২৫
রাজধানীর কেরানীগঞ্জ মডেল টাউনের একটি ১০তলা আবাসিক ভবনের সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ২টার দিকে খবর পেয়ে তাদের সদস্যরা ঘটনাস্থলে যান। রাত ২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৩টা ৩০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হাসান উল আলম জানান, আনুমানিক ১০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তবে এলাকাবাসীর দাবি, এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
আবা/এসআর/২৫