ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সোনারগাঁওয়ে গ্যাস লাইন বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৫

সোনারগাঁওয়ে গ্যাস লাইন বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিসিক এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

দগ্ধরা হলেন— মানব চৌধুরী, তার স্ত্রী বাচা এবং তাদের তিন সন্তান মৌরি, মুন্নি ও তিন্নি। তাদের মধ্যে মানব চৌধুরীর শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। স্ত্রী বাচার দেহের ৪৫ শতাংশ, মৌরির ৩৬ শতাংশ, মুন্নির ২৮ শতাংশ এবং তিন্নির শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দগ্ধদের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন ও গ্যাস কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

নারী-শিশুসহ দগ্ধ ৫,গ্যাস লাইন বিস্ফোরণ,সোনারগাঁও
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত