ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মোহাম্মদপুরে মোবাইল ছিনতাইয়ের সময় গণপিটুনিতে যুবক নিহত

মোহাম্মদপুরে মোবাইল ছিনতাইয়ের সময় গণপিটুনিতে যুবক নিহত

রাজধানীর মোহাম্মদপুরে মোবাইল ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন দুই যুবক। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহতাবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন রোডের ১২ নম্বর সড়কের ই ব্লকে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইয়ামিন (২৩)। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন এলাকায়। একই ঘটনায় গুরুতর আহত ফাহিম (২৩) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান বলেন, মোবাইল ছিনতাইয়ের সময় দুইজনকে ধরে পিটুনি দেয় স্থানীয় জনতা। গুরুতর আহত অবস্থায় দুইজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, যে ব্যক্তির মোবাইল ফোন ছিনতাই হয়েছিল সেটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছিনতাইয়ের শিকার ব্যক্তি বর্তমানে মোহাম্মদপুর থানায় রয়েছেন।

আবা/এসআর/২৫

মোহাম্মদপুর,ছিনতাই,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত