ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শিক্ষকদের লাঠিপেটা ও আটকের নিন্দা অভিভাবক ঐক্য ফোরামের

শিক্ষকদের লাঠিপেটা ও আটকের নিন্দা অভিভাবক ঐক্য ফোরামের

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের লাঠিপেটা ও কয়েকজনকে আটকের ঘটনার নিন্দা জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

রোববার সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির এক বিবৃতিতে বলেন, মানুষ গড়ার কারিগরদের এভাবে রাস্তায় ফেলে পেটানো সভ্য সমাজে কল্পনাতীত। আমরা কোন অসভ্য সমাজে বাস করছি, যেখানে শ্রদ্ধেয় শিক্ষককেই লাঞ্ছিত হতে হয়।

সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা। মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবিতে তারা প্রেসক্লাবের সামনে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচি পালন শুরু করেন। আলটিমেটাম দেওয়ার পরও শিক্ষকরা সরে না যাওয়া রোববার দুপুরে পুলিশ লাঠিপেটা ও জলকামান নিক্ষেপ করে।

জিয়াউল কবির বলেন, শিক্ষকরা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং দীর্ঘদিনের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন। অথচ তাদের ওপর এমন অমানবিক আচরণ গভীর উদ্বেগজনক।

অবিলম্বে আটককৃত শিক্ষকদের মুক্তির দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা আসন্ন। এই সময়ে পাঠদান বন্ধ থাকলে শিক্ষার্থীরা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাই শিক্ষকদের দাবিকে অবহেলা না করে দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করা দরকার।

বিবৃতিতে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণের দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। জিয়াউল কবির বলেন, শিক্ষক সমাজের ন্যায্য সম্মান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত না করলে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠা সম্ভব নয়।

শিক্ষক সমাজের প্রতি সংহতি জানিয়ে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

অভিভাবক,শিক্ষক,লাঠিপেটা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত