অনলাইন সংস্করণ
১০:৫৮, ১৭ অক্টোবর, ২০২৫
বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও এ সমস্যা থেকে মুক্ত নয়। সম্প্রতি বৃষ্টির কারণে ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও কয়েক দিনের মধ্যেই শহরের বাতাস আবার ‘অস্বাস্থ্যকর’ স্তরে ফিরে এসেছে।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্যানুযায়ী, শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার পরিস্থিতি অনুযায়ী, ১৭৪ একিউআই স্কোর নিয়ে ঢাকার বায়ুমান জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হচ্ছে।
এ অবস্থায় শহরের সাধারণ মানুষসহ সংবেদনশীল গোষ্ঠী—যেমন শিশু, প্রবীণ ও অসুস্থরা—বাড়ির ভিতরে থাকায় বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ৩০৪ একিউআই স্কোরের সঙ্গে লাহোরের বাতাসকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। দেশটির করাচি শহর ১৬৭ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে।
এছাড়া ভারতের দিল্লি শহর ২১৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। ভারতের কলকাতা ২০০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে এবং মিশরের কায়রো ১৮৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। কংগোর রাজধানী কিনশাসা ১৭৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের বাতাসও অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে।
আইকিউএয়ার স্কোর অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোর ভালো বায়ুমান নির্দেশ করে। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ বায়ু এবং ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’। ৩০১ থেকে ৪০০ স্কোরের মধ্যে থাকা বায়ুকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
ঢাকার বায়ুমান যখন ১৭৪ স্কোরে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে, তখন বিশেষ করে শিশু, প্রবীণ ও রোগীদের বাইরে যাওয়ার সময় সতর্কতা অবলম্বন করা জরুরি। শহরের অন্যান্য বাসিন্দাদেরও বড় ধরনের শারীরিক কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।