অনলাইন সংস্করণ
১৪:২২, ৩১ অক্টোবর, ২০২৫
রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এ গ্রেপ্তার অভিযান চালানো হয়।
পরে শুক্রবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃত নেতাকর্মীরা বিভিন্ন ঝটিকা মিছিলের সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।