ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গভীর রাতে মোহাম্মদপুরে আগুন

গভীর রাতে মোহাম্মদপুরে আগুন

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি গ্যারেজে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।‎ শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার পর এ ঘটনা ঘটে।

শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। এরপর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন তারা।

জানা গেছে, গ্যারেজে থাকা একটি পিকাপ, একটি অ্যাম্বুলেন্স ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে।

গ্যারেজ মালিক ও পুড়ে যাওয়া গাড়ির মালিকদের অভিযোগ, একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি এসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ওই গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাশে থাকা দুটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ ইসলাম বলেন, আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, আগুনে কেউ হতাহত হয়েছে বলে আমাদের কাছে এখন পর্যন্ত কোনও সংবাদ আসেনি।

‎স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার পর হঠাৎ বিকট শব্দ হয়। এর পরপরই ভয়াবহ আগুন দেখা যায়। আগুনে পুরো আশপাশ এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। তবে ভেতরে কেউ আহত হয়েছে কি না, তা নিশ্চিত ভাবে জানা যায়নি।

আবা/এসআর/২৫

গভীর রাত,আগুন,বংশাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত