ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ঢাকায় দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ নির্দেশনা জারি করেছেন বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

তিনি জানান, পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও সংশ্লিষ্ট টিমের ইনচার্জদের এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে সজাগ থাকা এবং তা প্রতিরোধের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে কমিশনারের নির্দেশনায়।

পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ‘যেখানে যে টিম দায়িত্ব পালন করবে, সেই টিমের ইনচার্জ—তিনি যে পদেই থাকুন না কেন—তার মোবাইল ফোন যোগাযোগ রক্ষার ক্ষেত্রে সচল থাকবে।’

নির্দেশনা মানতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

আবা/এসআর/২৫

দায়িত্ব পালন,পুলিশ,মোবাইল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত