ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

মনপুরায় নিখোঁজের ৩ দিন পর জেলের মরদেহ উদ্ধার

মনপুরায় নিখোঁজের ৩ দিন পর জেলের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

অবশেষে নিখোঁজের তিন দিন পর মেঘনা নদী থেকে জেলে মোস্তফার মরদেহ উদ্ধার করা হয়েছে। বেহুন্দি জাল বসাতে গিয়ে যেখানে তিনি নিখোঁজ হয়েছিলেন তার পার্শ্ববর্তী বেহুন্দি জালে আটকে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার হাজীর হাট সী-ট্রাক ঘাট সংলগ্ন দক্ষিণ পাশের মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা।

জেলেরা জানায়, সকালে বেহুন্দি জাল তুলে আনতে গেলে জালের মধ্যে নিখোঁজ জেলে মোস্তফার মরদেহ দেখতে পায় তারা। অন্যান্য জেলেদের সহযোগিতায় মৃতদেহটি তুলে তীরে নিয়ে আসে। খবর পেয়ে মোস্তফার স্বজনরা এসে মোস্তফার মৃতদেহটি শনাক্ত করে।

পরে মনপুরা থানা পুলিশ এসে সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে। কোনো অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জুম্মার নামাজের পর জানাজা শেষে স্থানীয় দারোগার পাড় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩ টায় মেঘনা নদীতে বেহুন্দি জাল বসাতে গিয়ে নিখোঁজ হন উপজেলার চরযতিন গ্রামের বাসিন্দা মোঃ মোস্তফা (৪৫)। তাকে উদ্ধারে মনপুরা ফায়ার সার্ভিস ও বরিশাল থেকে আসা ডুবুরি দল মেঘনায় তল্লাশি চালায়। নিখোঁজ জেলে মোস্তফাকে অনেক অনুসন্ধানের পর খুঁজে না পেয়ে ডুবুরি দল মনপুরা ত্যাগ করে।

মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসান কবির বলেন, নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে আমরা সুরতহাল রিপোর্ট সংগ্রহ করি। কোনো অভিযোগ না থাকায় মৃতদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মনপুরা,নিখোঁজ,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত