ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হবি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে হবি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হবিবর রহমান হবি হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় নারীসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক কানিস ফাতিমা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাটগ্রাম গ্রামের জুড়ান শেখ, তার স্ত্রী লাভলী ও ছেলে আমির হোসেন, একই গ্রামের নজরুল ইসলাম, কুড়ান খাঁ ও ফুলমালা।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম সরোয়ার খান নবাব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর রাতে নাতি মেহেদী হাসান শুভকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়ে হবিবর রহমান হবি এবং পরদিন থেকে সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বহু খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। ২ অক্টোবর বিকেলে বাড়ি সংলগ্ন ফসলি জমিতে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে নিহতের ছেলে বাদী হয়ে ফুলমালাসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ এ মামলার তদন্ত শেষে ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। এ মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

হত্যা মামলা,যাবজ্জীবন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত