সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৭ কোটি টাকা বকেয়া বিল আদায়ে মাইকিং করা হয়েছে।
সোমবার (৩০ জুন) প্রায় দিনভর ওই উপজেলায় মাইকিং করায় জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলার ১টি পৌরসভাসহ ৮ ইউনিয়নের পল্লী বিদ্যুতের ৬৮ হাজার গ্রাহক রয়েছে। এসব অধিকাংশ গ্রাহকের কাছে প্রায় ৭ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ বকেয়া বিল আদায়ে মাইকিং করছে পল্লী বিদ্যুৎ সমিতি। এ মাইকিংয়ে আগামী ১০ কার্যদিবসের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে এবং পরিশোধ না করতে পারলে গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
তবে এ নিয়ে উপজেলার অনেকেই প্রশ্ন তুলছেন যে এ বিদ্যুৎবিল আদায়ে পল্লী বিদ্যুৎ সমিতি আগে ব্যবস্থা নেয়নি কেন। বর্ধিত বিল নিয়েও অভিযোগ রয়েছে অনেকের।
এ বিষয়ে তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলছেন, এ বকেয়া বিল আদায়ে গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু এ অনুরোধে বিল পরিশোধে তেমন আগ্রহ দেখায়নি। এ কারণে গ্রামে গ্রামে এ মাইকিং করা হয়েছে। এতে গ্রাহকেরা বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।