সংবিধানবিরোধী বক্তব্য, জাতিগত বৈষম্য ও বিভাজনমূলক কার্যক্রমের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার (৩০ জুন) সকালে রাঙামাটি জেলা শাখার উদ্যোগে কাঠালতলী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বনরূপা সিএনজি স্টেশন চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি মো. আলমগীর হোসেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান।
বক্তারা বলেন, সম্প্রতি সংস্কৃতি মন্ত্রণালয়ের এক আন্তঃমন্ত্রণালয় সভায় উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট’-এর নাম পরিবর্তনের প্রস্তাব করেন, যা ‘আদিবাসী’ স্বীকৃতির পক্ষে বিতর্কিত অবস্থানকে উৎসাহ দেয়। একই সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ‘আদিবাসী’ পরিচয়ের দাবিতে সংবিধানের বিরোধিতা করেন।
বক্তারা অভিযোগ করেন, এসব বক্তব্য কেবল অনভিপ্রেতই নয়, বরং তা জাতিগত উত্তেজনা ও বিভাজনমূলক রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে। তারা বলেন, ৫ আগস্ট বিপ্লবের পর পাহাড়ে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যাশা থাকলেও বর্তমানে পার্বত্য মন্ত্রণালয়ের অধীনস্থ তিন পার্বত্য জেলা পরিষদে বাঙালিদের প্রতি চরম বৈষম্য চলছে। শিক্ষাবৃত্তি ও জনবল নিয়োগে ন্যায্য অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে বাঙালি জনগোষ্ঠী।
সমাবেশ থেকে সুপ্রদীপ চাকমাকে পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে অপসারণ এবং তিন পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদ ভেঙে দিয়ে পুনর্গঠনের দাবি জানানো হয়।
বক্তারা অভিযোগ করেন, ভারতের প্ররোচনায় 'আদিবাসী' স্বীকৃতির দাবির আড়ালে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার গভীর ষড়যন্ত্র চলছে। সেই ধারাবাহিকতায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী “ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০” সংশোধন করে “জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক ইনস্টিটিউট” গঠনের অপচেষ্টা চালাচ্ছেন।
তারা বলেন, এ ধরনের দেশ ও সংবিধানবিরোধী কর্মকাণ্ড বন্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই বৈষম্যের অবসান না ঘটলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
পিসিসিপি সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের রাঙামাটি জেলা যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, বরকল উপজেলা সভাপতি তসলিম উদ্দিন, লংগদু উপজেলা সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন প্রমুখ।