ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে তাজা গুলিসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জে তাজা গুলিসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে ২ রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

তারা হলেন- বেলকুচি উপজেলা রাজাপুর গ্রামের রবিন কুমার কর্মকার (৩২) ও রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পূর্বপাড়া গ্রামের তৌফিক সরকার বাবু (৩৪)।

ওসি (ডিবি) একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. ফারুক হোসেনের দিকনির্দেশনায় রোববার বিকেলে উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়। এ অভিযানে দুই রাউন্ড তাজা গুলিসহ তাদের গ্রেফতার করা হয়েছে এবং অপর একজন বিশেষ কৌশলে পালিয়ে যায়। পলাতক বাপ্পি ওরফে পান্না (৪০) নিষিদ্ধ সর্বহারা দলের সক্রিয় সদস্য। সে ২০২৩ সালের মে মাসে র‌্যাবের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছিল। তারা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্নস্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। এছাড়া রবিনের বিরুদ্ধে অস্ত্র আইনসহ ৩টি মামলা রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

গুলি,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত