ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ | বেটা ভার্সন

পটিয়ায় পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

পটিয়ায় পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় মামার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের রক্ষা কালী বাড়ির পাশে ধরপাড়া পুকুরে ডুবে শান্ত নন্দী (১৮) মৃত্যু হয়। সে রংপুর জেলার সনজয় নন্দীর ছেলে। শান্ত নন্দী মা বাবার সাথে দীর্ঘদিন চট্টগ্রাম শহরের ভাড়া বাসায় বসবাস করে আসছে। গত চারদিন আগে হাইদগাঁও মামার বাড়িতে বেড়াতে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাইদগাঁও ইউনিয়নের রক্ষা কালী বাড়ির পাশে ধরপাড়া পুকুরে বন্ধুদের সাথে দুপুর একটার সময় গোসল করতে যায়। অন্য বন্ধুরা সবাই ঘরে ফিরেও শান্ত ঘরে ফিরেনি। পরে বন্ধু ও প্রতিবেশীরা পুকুরে খোঁজাখুজি করার পরে পানির নিচ থেকে ডুবন্ত অবস্থায় শান্তকে উদ্ধার করে পটিয়ার একটি ক্লিনিকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শান্ত নন্দীর মৃত্যুর খবরে মামার বাড়ি সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শান্ত নন্দীর মামা সুভাষ সেন জানান, আমাদের ভাগিনা দুপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। বর্তমানে তাদের পরিবার সহ কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে গেছে। শান্ত গত বৎসর এস এস সি পরীক্ষা অংশগ্রহণ করেছিল বলে মামা জানান।

পটিয়া,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত