চাঁদপুরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও সহযোগিতার লক্ষ্যে উইমেন্স পাওয়ার এবং ঢাকা আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের যৌথ উদ্যোগে দরিদ্র পরিবার ও শিশুদের মাঝে শিক্ষা উপকরণ এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় পুরান বাজার মেরকাটিজ রোড দক্ষিণস্থ ১ ও ২নং ওয়ার্ডে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া।
তিনি বলেন, “পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং তাদের উন্নয়নে কাজ করতে হবে। দিনমজুর ও দরিদ্র মানুষদের সন্তানদের শিক্ষার প্রতি যত্নশীল হতে হবে।”
ঢাকা আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মো. মোখলেছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম ভূঁইয়া এবং পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষ।
স্বাগত বক্তব্য রাখেন উইমেন্স পাওয়ারের নির্বাহী পরিচালক খাদিজা পারভিন পলি।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ওব্যাট ওপেন স্কাউট গ্রুপ চাঁদপুর- এর সদস্যবৃন্দ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। এর আগে পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া উইমেন্স পাওয়ারের স্থানীয় কার্যালয় উদ্বোধন করেন।
সভার সম্মানিত সভাপতি দুস্থ, অসহায়, গরীব মানুষদের সহযোগিতার জন্য সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহবান জানান।
ভবিষ্যতে উইমেন্স পাওয়ারের এমন মানবহিতৈষী কর্মকান্ডে আহ্ছানিয়া মিশন সাপোর্টফোরাম পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষনা করেন।