গ্রামীণ ঐতিহ্যবাহী দুই শতাধিক বাহারী পিঠার সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজ মাঠে আয়োজন করা হয়েছে শীতকালীন পিঠা উৎসব।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কলেজের কৃষ্ণচূড়া চত্বরে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে কলেজটির শিক্ষক পরিষদ।
পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. দিলীপ কুমার বড়ুয়া। এসময় সরকারি গুরুদয়াল কলেজের অধ্যক্ষ আ.ন.ম মোস্তাকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই পিঠা উৎসব চত্বরে ২৩টি পিঠার স্টল স্থাপন করে উৎসবে অংশ নিয়েছে কলেজের বিভিন্ন বিভাগ ও অনুষদ, সবকটি ছাত্রাবাস, বিএনসিসি, রেড ক্রিসেন্টসহ কলেজের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শিক্ষর্থীরা।
উদ্বোধনের পরপরই বাহারী বিভিন্ন ধরনের পিঠা দেখতে ও এর স্বাদ নিতে ছাত্র-শিক্ষকদের পাশাপাশি প্রচুর সাধারণ মানুষের সমাগম ঘটেছে।