ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

দেশে সংগঠিত সব ফৌজদারি অপরাধের বিচার করতেই হবে: জামায়াত আমীর

দেশে সংগঠিত সব ফৌজদারি অপরাধের বিচার করতেই হবে: জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পর থেকে যারা গুম, খুন, হত্যা, ছিনতাই, রাহাজানি, লুণ্ঠন ও নারী নির্যাতনসহ ফৌজদারি অপরাধে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে।

শনিবার দুপুর ১২টায় দিনাজপুর শহীদ বড় ময়দানে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত আমীর।

তিনি বলেন, বিচার বিভাগকে বিগত সময়ে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। বর্তমান সরকারের উচিত একটি সুষ্ঠু বিচার ব্যবস্থা নিশ্চিত করে বিগত দিনের অপরাধগুলোর বিচার করা। এ ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করা গেলে দেশের মানুষ শান্তি পাবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

ডাঃ শফিকুর রহমান আরও অভিযোগ করেন, গত সাড়ে ১৫ বছরে ক্ষমতায় থেকে শেখ হাসিনার সরকার দেশের সম্পদ লুণ্ঠন করেছে। তিনি বলেন, "সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। কিন্তু জনগণ ও যুবসমাজ তাদের কাজের জবাব দিয়েছে।"

তিনি অভিযোগ করেন, "বিচারকরা দলীয়ভাবে কাজ করেছেন এবং শপথ ভঙ্গ করেছেন। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত।"

জামায়াতের বিরুদ্ধে আনা মিথ্যা মামলা ও নেতাকর্মীদের ওপর নির্যাতনের বিষয়েও তিনি কথা বলেন। তিনি উল্লেখ করেন, জামায়াতের ৫ জন শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝুলানো হলেও দলটি এখনো টিকে আছে, যা সৃষ্টিকর্তার কৃপা।

জামায়াত আমীর বলেন, "জামায়াত নারীদের ঘর থেকে বের হতে দেবে না"—এই প্রচারণা সম্পূর্ণ মিথ্যা। আজকের কর্মী সম্মেলনে নারীদের উপস্থিতি তা প্রমাণ করে দিয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াত সরকার গঠন করলে নারী-পুরুষ সবার সমান মূল্যায়ন করা হবে।

জেলা জামাতের আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াতের সরকারি সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ আব্দুল হালিম, রংপুর বিভাগীয় জামায়াতের আমীর ও পরিচালক অধ্যক্ষ মোঃ মমতাজ উদ্দিন,কেন্দ্রীয় জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান বেলাল, ঢাকা দক্ষিণ মহানগরের সেক্রেটারী,মোঃ দেলোয়ার হোসাইন, ঠাকুরগাঁও জেলা জামাতের সাবেক আমীর ও কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুল হাকিম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য মোঃ আফতাব উদ্দিন মোল্লা,দিনাজপুর জেলা জামায়াতের হিন্দু ইউনিটির সদস্য, বিরামপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকার, নিতাই চন্দ্র দেবনাথ ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দিনাজপুর জেলা জামাতের সহকারী সেক্রেটারি, রাজিবুর রহমান পলাশ সহ প্রমখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কর্মী সম্মেলনটি পরিচালনা করেন দিনাজপুর জেলা জামাতের সেক্রেটারি ড,মহাদ্দেস মোঃ এনামুল হক।

জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, কর্মী সম্মেলনে দিনাজপুরের ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভাসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জামায়াত আমী,ফৌজদারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত