ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

আ’লীগের আমলে হাজারো মানুষকে পশুর মতো হত্যা করা হয়েছে: জামায়াত আমীর

আ’লীগের আমলে হাজারো মানুষকে পশুর মতো হত্যা করা হয়েছে: জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে হাজার হাজার মানুষকে পশুর মতো হত্যা করা হয়েছে। সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছে, ধর্মের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করা হয়েছে এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সম্পদ লুটপাট করা হয়েছে।

তিনি বলেন, "জাতি বিগত সময়ে লাশের মিছিল দেখেছে। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেক তরুণ জীবন দিয়েছে। কেউ শহীদ হয়েছে, কেউ চিরতরে পঙ্গু হয়ে গেছে।"

শুক্রবার (২৫ জানুয়ারি) রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, "স্বাধীনতার ৫৪ বছর পরও মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি। আওয়ামী লীগের শাসনে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে।"

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনকালে রংপুরের মানুষ তিনটি প্রধান অন্যায়ের শিকার হয়েছে, কুড়িগ্রামের ফেলানী হত্যার বিচার হয়নি, ছাত্রজনতার আন্দোলনের প্রতীক শহীদ আবু সাঈদকে হত্যা করা হয়েছে এবং রংপুরের মজলুম জননেতা সাবেক ভারপ্রাপ্ত সেক্রটারী এটিএম আজাহারুল ইসলামকে দীর্ঘ ১৬ বছর ধরে মিথ্যা মামলায় বিচারের নামে কারাগারে আটক রেখেছে। গড়িমসি না করে অবিলম্বে এই মজলুম জননেতাকে জনতার মাঝে ফিরিয়ে দিন। নইলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব।

আমীরে জামায়াত বলেন, জুলাই-আগষ্ট বিপ্লবের শহীদরা যে কারনে জীবন উৎসর্গ করেছে, সেই শোষণ আর সন্ত্রাসমুক্ত সমাজ না গড়া পর্যন্ত বৈষম্য বিরোধী সমাজ গড়ার সংগ্রাম চলবে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা আমীর মাওলানা আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় জামায়াতে ইসলামী রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারী মাওলানা এনামুল হক, বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল গনি, জামায়াত নেত মোস্তাক আহমেদ, পীরগাছ উপজেলা আমীর বজলুর রশিদ মুকুল অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

জামায়াত আমীর,আওয়ামী লীগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত