ঢাকা শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ফুলবাড়ী সরকারি কলেজে দু'দিন ব্যাপী তারুণ্যের উৎসব

ফুলবাড়ী সরকারি কলেজে দু'দিন ব্যাপী তারুণ্যের উৎসব

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগিতায় ও কলেজ প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় এ উপলক্ষে ফুলবাড়ী সরকারি কলেজ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

র‍্যালী শেষে তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবীব।

মেলা চত্বরে আয়োজিত আলোচনা সভায় বাংলা বিভাগের প্রভাষক মো. মোহাইমিনুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্বের বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবীব বলেন, "আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা। তারুণ্যের উৎসব এই প্রচেষ্টারই একটি উদাহরণ। এরকম আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করবে।”

এছাড়াও বক্তব্য রাখেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও তারুন্যের উৎসব উদযাপন কমিটির আহবায়ক মুহ আমিনুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামীম আকতার, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসমী চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাজেদুল ইসলাম, মার্কেটিং বিভাগের প্রভাষক বিপ্লব সেন, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. মাহমুদুল হাসান প্রমুখ।

এতে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন

ফুলবাড়ী,তারুণ্যের উৎসব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত