বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রে মানব রচিত সংবিধান দিয়ে শান্তি আসবেনা। কোরআন-হাদিস ব্যতীত সমাজ ও রাষ্ট্রে শান্তি আসতে পারে না।
রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় কিশোরগঞ্জের তাড়াইলে মাদরাসুল আতহার দামিহা বাজার এতিমখানা ও জামিয়াতুল আতহার লিল বানাত এর খতমে কোরআন ও খতমে বোখারি শরীফ উপলক্ষে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে দামিহা উদয়ন কলেজ মাঠে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি। মামুনুল হক আরও বলেন, আওয়ামী লীগ গত ১৬ বছরে দেশের জনগন ও আলেম সমাজের ওপর জুলুম নির্যাতন করে দেশ থেকে পালিয়ে গেছে। তারা এ দেশে রাজনীতি করতে হলে ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে তাদেরকে মুসলমান ও ঈমানদার হয়ে রাজনীতি করতে হবে।
তিনি বলেন, স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু তাদের দোষর ও দালালরা এখনো ঘাপটি মেরে বসে আছে। যারা স্বৈরশাসককে ক্ষমতায় থাকার জন্য গত নির্বাচনে অংশগ্রহণ করে সহযোগিতা করেছে তাদেরকে সারা দেশ থেকে বয়কট করতে হবে এবং আগামী নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়ার শায়খুল হাদীস মাওলানা ইমদাদুল্লাহ'র সভাপতিত্বে আয়োজিত মাহফিলে বক্তব্য রাখেন, শায়খুল হাদীস আতাউল্লাহ আমিন, মাওলানা নুরুল আলম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা সাদেকুর রহমান, মাওলানা আনজার শাহ তানীম, মাওলানা বোরহান উদ্দিন, মুফতি তরিকুল ইসলাম, মুফতি মাহমুদুল হাসান কাসেমী, হাফেজ মাওলানা এমদাদুল্লাহ ও মাওলানা জিল্লুর রহমান।