সিরাজগঞ্জে মহাসড়কে ট্রাকের কেবিনে তরুণী (২০) ধর্ষণ মামলায় ট্রাকচালক সোহেল রানাকে (৩৬) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন।
আদালতের পিপি অ্যাডভোকেট মাসুদুর রহমান জানান, ২০২১ সালের ২২ জুন করোনাকালে লকডাউনের মধ্যে স্বাভাবিক যানবাহন চলাচল বন্ধ ছিল। ওই দিন বিকেলে গাজীপুর থেকে ট্রাকচালক সোহেল রানা ও হেলপার ওহাব শেখ তিনজন যাত্রী নিয়ে বগুড়া যাচ্ছিলেন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদ এলাকায় পৌঁছালে হেলপার জানান, ট্রাকটি নষ্ট হয়ে গেছে এবং মেরামতের জন্য কিছু সময় লাগবে। এসময় পুরুষ দুই যাত্রী বাইরে বেরিয়ে যান, কিন্তু তরুণী ট্রাকের কেবিনে বসে থাকেন। এরপর হেলপার বাইরে থেকে কেবিনের দরজা আটকে দিলে চালক সোহেল রানা তরুণীকে ধর্ষণ করেন। তরুণীর চিৎকার শুনে বাইরে থাকা এক যাত্রী লুকিং গ্লাস দিয়ে ঘটনাটি দেখতে পান ও মোবাইলে ভিডিও ধারণ করেন।
ঘটনার পর চালক ও হেলপার দুই যাত্রীকে ফেলে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যান। তবে ভিডিওধারণকারী যাত্রী ৯৯৯-এ কল করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে কড্ডার মোড় থেকে চালক ও তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে।
ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। ২০২৩ সালের ১২ মে ট্রাক হেলপার ওহাব শেখ জেলহাজতে মারা যান। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ট্রাকচালক সোহেল রানাকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন।