ঢাকা ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

চবি শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চবি শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া ও খেলাধুলা শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করতে এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাডেমিক ও শিক্ষাসহায়ক কার্যক্রমের উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. আব্দুল মান্নান এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন হোস্টেলের ওয়ার্ডেন সুব্রত দাশ এবং সঞ্চালনায় ছিলেন চবি রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য জাতীয় পতাকা উত্তোলন করেন। অতিথিরা বিশ্ববিদ্যালয়, হোস্টেল ও অলিম্পিক পতাকা উত্তোলন করেন। হোস্টেলের কৃতি ক্রীড়াবিদ খন্দকার মাসরুম আল ফাহিম মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন।

প্রধান বিচারক ছিলেন চারুকলা ইনস্টিটিউটের প্রফেসর জাহেদ আলী চৌধুরী। উপাচার্য ক্রীড়াবিদদের পক্ষে শপথ বাক্য পাঠ করান শপ্নিল ভট্টাচার্যকে।

এছাড়া, দলনেতা মো. আফসার সরকার ও পতাকা বহনকারী হাবিবুর রহমান পারভেজের নেতৃত্বে ক্রীড়াবিদদের মার্চপাস্ট অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক আনিসুল আলমসহ বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতা,উদ্বোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত