প্রতি বছরের ন্যায় এবারও নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে তাজুল ইসলাম সভাপতি ও আমির হোসেন সম্পাদক নিবার্চিত হয়েছেন।
মোট ১৫ সদস্যের কমিটির এ সমিতির ১০টি নীল প্যানেল ও আওয়ামী লীগ সমর্থিত ৪টি সাদা প্যানেল বিজয়ী ও ১ টির ফলাফল স্থগিত হয়। পূর্ণ গণনা হবে।
শনিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হয়ে দিন ব্যাপী উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হয় এবং রাত ৮ টায় গণনা শুরু হলে রাত ২টায় ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন অ্যাডভোকেট ফারুক হোসেন।
এই নির্বাচনে জামায়াত সমর্থিত সভাপতি সহ ৪ জন এবং বিএনপি সমর্থিত সাধারণ সম্পাদক সহ ৬ জন বিজয়ী হন।
জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট তাজুল ইসলাম ৩৩২ ভোট পেয়ে ৯৭ ভোটে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীকে পরাজিত করেন। অপরদিকে বিএনপি সমর্থিত সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট আমীর হোসেন বুলবুল ৩২২ ভোট পেয়ে ৬৮ ভোটে বিজয়ী হন।
নির্বাচনে বিজয়ী সকল সম্মানিত আইনজীবীদের নোয়াখালী জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান ও জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন সহ জেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।