ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

ঠাকুরগাঁওয়ে এসএসসি-৮৯ ব্যাচের এক ব্যতিক্রমী বনভোজন

ঠাকুরগাঁওয়ে এসএসসি-৮৯ ব্যাচের এক ব্যতিক্রমী বনভোজন

গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে এসএসসি-৮৯ ব্যাচের এক ব্যতিক্রমী বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ফেরসাডাঙ্গী ব্রিজ সংলগ্ন এসএম রাজার বাগান বাড়িতে এই বনভোজন অনুষ্ঠিত হয়।

ব্যতিক্রমী আয়োজনের মধ্যে ছিল-‘বলি ও ননদি আর দু’মুঠো চাল তুলেদে হাঁড়িতে’ , ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’ পুরোনো সব গান কলেরগান বাজানো, গরুর গাড়িতে মাইক বাজিয়ে হৈ-হুল্লোর, নাচ-গান পথে প্রান্তরে ঘুরে বেড়ানো, মার্বেল-বালিশ পাচার খেলা, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবার পরিবেশন, হাউজিসহ নানা আয়োজন।

আর এ সব খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় খাসি ছাগল, হাঁস, মুরগি, কবুতরসহ পরিবারের গৃহস্থলী কাজে বিভিন্ন ধরনের উপকরণ।

খাদ্য তালিকায় ছিল সকালের নাস্তা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খাবার দই-চিড়া, দুপুরের খাবারে ছিল সাদা ভাত, সিদল ভর্তা, ঠাকুরী কালাইর ডাল, হাঁসের মাংস, খাসির মাংস, সরিষা ফুলে মিশ্রিত ডিম ভাজা।

বিনোদন হিসেবে ছিল কলের গান, মার্বেল খেলা, বালিশ পাচার খেলা, গরুর গাড়িতে ভ্রমণসহ নানা ধরনের আয়োজন।

এসএসসি,বনভোজন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত