সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ফুলজোড় নদীর ঝাঁটিবেলাই ঘাট এলাকা থেকে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।
শনিবার দুপুরে ফুলজোড় নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হন।
নিহত রাফি (১৫) ওই এলাকার আব্দুর রহিমের ছেলে, সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা ঘোষপাড়া মহল্লার মৃত বিশ্বজিৎ নিয়োগীর ছেলে কৃষ্ণ নিয়োগী (১৬) ও মাসুমপুর মহল্লার অধ্যাপক ইমরুল হাসান সোহেলের ছেলে সারজিল (১৫)। তারা সিরাজগঞ্জ শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার ম-ল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, জারিফের পাঁচ বন্ধু তাদের বাড়িতে বেড়াতে আসে এবং শনিবার দুপুরে তারা ৬ জন ফুলজোড় নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে ওই ৩ জন নদীতে ডুবে যায় এবং অপর ৩ বন্ধু সাঁতরে উঠে আসে। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয় এবং ওইদিন সন্ধ্যায় জারিফের লাশ উদ্ধার করা হয়। এরপর রাজশাহী থেকে ডুবুরিদল এসে উদ্ধার অভিযান শুরু করে। আলো স্বল্পতার কারণে রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। রোববার সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু করে ডুবুরিদল এবং দুপুরে অপর ২ বন্ধুর লাশ উদ্ধার করা হয়েছে।
তাদের লাশ উদ্ধার হওয়ায় নদীর পাড় এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
এ ব্যাপারে কামারখন্দ থানার ওসি মোখলেসুর রহমান বলেন, ফুলজোড় নদীতে নিখোঁজ হওয়া ৩ স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে এবং তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।