ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১২টায় শহরের মোজাদ্দেদী আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল আলিম, স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল করিম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তাহসিন আলম ওয়াহিদ, ওয়াহিদুজ্জামান রোমান, আফিয়া আক্তার, সাইদিয়া আক্তার, মোহাম্মদ চাউবান।

প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী ব‌লেন "এ ধরনের সামাজিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য খুবই উপকারী। ছাত্রদের এ মানবিক কর্মকাণ্ড সত্যিই প্রশংসনীয়।"

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আ‌ফিয়া আক্তার ব‌লেন, "আমরা চাই, দেশের প্রতিটি শিক্ষার্থী শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে মানবসেবায়ও এগিয়ে আসুক।"

চিকিৎসা ক্যাম্পে রাঙামাটি হাসপাতালের ডাক্তার আনিসুর রহমান ও ডাক্তার আমিনুর রহমান পবনসহ রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করেন। চি‌কিৎসা নি‌তে আসা সু‌বিধা‌ভোগীরা ব‌লেন, "আমরা সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পেয়েছি, এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ।" এ ধরনের মানবিক উদ্যোগ যেন ভবিষ্যতেও চলমান থাকে, এমনটাই প্রত্যাশা তাদের।

চিকিৎসা,ক্যাম্প
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত