ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি পদে জাবেদ রহিম বিজন ও সম্পাদক বাহারুল পুনর্নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি পদে জাবেদ রহিম বিজন ও সম্পাদক বাহারুল পুনর্নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে জাবেদ রহিম বিজন এবং সাধারণ সম্পাদক পদে মো. বাহারুল ইসলাম মোল্লা পুনর্নির্বাচিত হয়েছেন।

গত ১ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিত এই নির্বাচনে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ১১ পদের মধ্যে ৯টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও প্রেসক্লাব নির্বাচনের নির্বাচন কমিশনার মো. ইকরামুল হক (নাহিদ) আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এর আগে, জাবেদ রহিম বিজন গত ১৬ আগস্ট প্রেসক্লাবের সভাপতির শূন্য পদে উপ-নির্বাচনে জয়ী হয়েছিলেন। এবারের নির্বাচনে দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে অন্যান্য পদে জয়ীরা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি পদে মো: জসিম উদ্দিন, সহ-সভাপতি মো: ইব্রাহিম খান সাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, সদস্য নজরুল ইসলাম ভূইয়া ও শাহজাহান সাজু।

২টি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ীরা হলেন পাঠাগার ও ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান খান ও সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী।

নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন ক্লাবের নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহবায়ক এমদাদুল হক। তার সাথে ছিলেন জালাল উদ্দিন রুমি ও উজ্জল চক্রবর্তী।

নির্বাচন,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত