ঢাকা ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে নকল সিগারেট ও বিড়ি জব্দ

ঈশ্বরদীতে নকল সিগারেট ও বিড়ি জব্দ

পাবনার ঈশ্বরদীতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নকল সিগারেট ও বিড়ি চালান করার সময় তা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র সদস্যরা।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরদী থানার সামনে অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করে এই সিগারেট ও বিড়ি জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ভেড়ামারা বাহাদুরপুর থেকে কিছু কালোবাজারি ঈশ্বরদীর এসএ পরিবহনের মাধ্যমে নকল বিড়ি ও সিগারেট দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছে। আমরা এসে সেগুলো জব্দ করি। যিনি এটি চালান দিয়েছেন সেই নাম্বারে একবার কথা বলার পর থেকেই মোবাইলটি বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের বিশেষ টহল দল, ঈশ্বরদী থানা পুলিশ ও কাস্টমস কর্তৃক আটককৃত নকল ১৭,৬০০ প্যাকেট বিড়ি এবং ১৩,০০০ প্যাকেট সিগারেট রয়েছে। যার বাজারমূল্য সর্বমোট ১৪ লক্ষ ৮০ হাজার টাকা। উক্ত নকল সিগারেট ও বিড়ি ঈশ্বরদী কাস্টমস অফিসে জমা প্রদান করা হয়েছে।

ঈশ্বরদী,নকল সিগারেট,জব্দ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত