রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর আশীর্বাদ কামনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় পূজা শুরু হয়, যা সকাল ৯টায় পুষ্পাঞ্জলির মাধ্যমে শেষ হয়। পূজার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সরস্বতী পূজা উদযাপন কার্যকরী কমিটি-২০২৫।
কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা এবং কমিটির সভাপতি আদিত্য চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।
প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি সম্পন্ন করার মধ্য দিয়ে শেষ হয় পূজার কার্যক্রম।
শিক্ষার্থীরা জানান, এই পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয়, এটি আমাদের ঐক্য ও সংস্কৃতির প্রতীক। আমরা খুব আনন্দের সঙ্গে দিনটি উদযাপন করছি।
পূজা উদযাপন কমিটির সভাপতি আদিত্য চৌধুরী বলেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পূজা উদযাপন শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ানোর একটি অনন্য দৃষ্টান্ত।