শেরপুর জেলার নকলা থানাধীন তারাকান্দা বাজার এলাকায় জমি দখলের অভিযোগ উঠেছে। নকলার ইশিবপুর গ্রামের মৃত ঈমান আলীর ছেলে ভুক্তভোগী মো. শরীফ উদ্দিন আকন্দ আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে শরীফ উদ্দিন জানান, তিনি নকলা থানার বিমলদী তারাকান্দা মৌজার চার রাস্তা মোড়ে রেকর্ডিও মালিক আব্দুল মজিদের ছেলে হায়দার আলীর কাছ থেকে তারাকান্দা মৌজার ৮৫ নম্বর দাগে ৯৩ শতক জমির কাতে ২৩ শতক জমি ক্রয় করেন এবং সেখানে কয়েকটি হাফ বিল্ডিং নির্মাণ করে ভাড়া দেন। পরে চিকিৎসার প্রয়োজনে ১৯ শতক জমি বিক্রি করে বাকি ৪ শতক জমি হাফ বিল্ডিংসহ নিজের দখলে রাখেন এবং ভাড়া দেন।
তিনি অভিযোগ করে বলেন, চিকিৎসার জন্য ভারতে অবস্থানকালে স্থানীয় ছফির উদ্দিন (পিতা: মৃত আফাজ উদ্দিন) একটি ভুয়া দলিল তৈরি করে তার ওই ৪ শতক জমি নিজের নামে রেজিস্ট্রি করিয়ে নেন। এরপর ছফির উদ্দিন ও তার সহযোগীরা মধ্যরাতে ভাড়াটিয়া জিল্লুর রহমানসহ দুইজনকে জোরপূর্বক বের করে দিয়ে জমি ও ভবন দখলে নেন।
শরীফ উদ্দিন আরও বলেন, তিনি যখন তার নিজস্ব সম্পত্তিতে প্রবেশের চেষ্টা করেন, তখন ছফির উদ্দিন তাকে প্রাণনাশের হুমকি দেন। তিনি অভিযোগ করেন, ছফির উদ্দিন স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা এবং তার প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কায়দায় জমি দখল করেছেন।
ভুক্তভোগী শরীফ উদ্দিন প্রশাসনের কাছে দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।