ঢাকা ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

রংপুর বিভাগে আ.লীগ ও অঙ্গসংগঠনের  ১৪২৩ নেতাকর্মী গ্রেপ্তার

রংপুর বিভাগে আ.লীগ ও অঙ্গসংগঠনের  ১৪২৩ নেতাকর্মী গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা, হত্যাচেষ্টা ও নাশকতা এবং পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতাদের বিরুদ্ধে করা মামলায় রংপুর বিভাগের আট জেলা থেকে পাঁচ মাসে ১ হাজার ৪২৩ জনকে গ্রেপ্তার করা হলো।

রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ক্রাইম এবং অপারেশন বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তথ্যমতে, শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রংপুর বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা শহর যুবলীগের ক্রীড়া সম্পাদক রাকিব মেহেমুদ আপেল, পৌর ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক হাসান কাজি, গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুর সরকার, সদস্য শরিফুল ইসলাম, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, কুড়িগ্রামের কচাকাটার বল্লবেরঘাস ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসান, ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বাকি খন্দকার ও যুবলীগের কোষাধ্যক্ষ জোয়াদ্দার আব্দুল খালেক, বড়ভিটা ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রতাপ চক্রবর্তী, জেলা যুবলীগের সদস্য আবুল কালাম মকিমুল ইসলাম, কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত আসনের সাবেক এমপি নাজনিন সুলতান নাজলি, রাজারহাটের ছিনাই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আসিফ, রৌমারীর যাদুচর ইউনিয়ন যুবলীগ সহসভাপতি আব্দুল হাকিম, শৌলমারী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কফিল উদ্দিন, রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর আব্দুর রশিদ।

এ ছাড়া আরও গ্রেপ্তার হয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগ সদস্য আসলাম মিয়া, চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য সাইফুল ইসলাম, সাতনালা ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড সদস্য নুরজ্জামান নুর ও সদস্য লুৎফর রহমান, বিরল উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মতি লাল সরকার, পারবতীপুর পৌরসভার যুবলীগের যুগ্ম-সম্পাদক মিলন সরকার, দিনাজপুর সদর উপজেলা ভোগনগর ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান, ফুলবাড়ি উপজেলার এলুয়ারি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সাংগঠনিক সম্পাদক মহব্বত হোসেন ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ, বোচা উপজেলার আটগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রইচ উদ্দিন আহম্মেদ বাবলু ও সদস্য জগলুল পাশা চৌধূরী কায়রো, বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মনজের আলী ও নাজুমুল হক, ঘোড়াঘাট পৌরসভার আওয়ামী লীগ সদস্য আসলাম মিয়া, ঠাকুরগাঁও সদরের আওয়ামী লীগ সদস্য তহিদুল ইসলাম ও জতি ওরফে নিলয়, বোদা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাইদুর রহমান ওরফে পাতানু, দেবীগঞ্জ উপজেলার দিবী ডোবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম, সদস্য আব্দুল মতিন, দেবীগঞ্জ উপজেলার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ময়েজ আকন্দ, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান আহমেদ।

পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৫ জনসহ পাঁচ মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, হত্যা, ভীতিসৃষ্টি, হত্যাচেষ্টার মামলায় এখন পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের ১ হাজার ৪২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছি। অভিযুক্ত আসামিদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স।

গ্রেপ্তার,নেতাকর্মী,আ.লীগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত