ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর রেল স্টেশনের সন্নিকটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ রহমত আলী (৭০) নিহত হয়েছেন।
তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বেড়িবারি গ্রামের বাসিন্দা। সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি দুলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত বৃদ্ধ সোমবার সকালে ঢাকার ইজতেমা ময়দান থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। এসময় উল্লিখিত রেলস্টেশনের কাছে পৌঁছলে ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।
পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।