ঢাকা ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙামা‌টি জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির জুরাছ‌ড়ি উপজেলায় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার চারটি দলে স্কুল ও ক্লাবের প্রতিযোগীরা অংশগ্রহণ করে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে জুরাছ‌ড়ি উপজেলা মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামা‌টি পার্বত্য জেলা প‌রিষদ সদস্য ও সা‌বেক ফুটবল খে‌লোয়াড় বরুন বিকাশ দেওয়ান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "এই ধরনের প্রতিযোগিতা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"

এসময় জুরাছ‌ড়ি সরকারী প্রাথ‌মিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রা‌জিব ত্রিপুরা, জেলা ক্রীড়া অ‌ফিসার এস আই এম ফের‌দৌউস আলম, উপজেলা বিএন‌পির সভাপ‌তি অনীল বরন চাকমা, ক্রীড়া শিক্ষক শা‌ন্তিময় চাকমাসহ ইউপি চেয়ারম্যানগণ উপ‌স্থিত ছি‌লেন।

প‌রে প্রতিযোগিতার বিজয়ী ও বিজীত‌দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কাবাডি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত