ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুর-রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ পেট্রোল পাম্প 

রংপুর-রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ পেট্রোল পাম্প 

সড়ক ও জনপথ বিভাগ বিনা নোটিশে বিভিন্ন পেট্রোল পাম্প উচ্ছেদ করায় অনির্দিষ্টকালের জন্য রংপুর ও রাজশাহী বিভাগের সব পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ রেখেছেন মালিকরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়, যার ফলে পেট্রোল নির্ভর যানবাহন চালকরা চরম দুর্ভোগে পড়েছেন।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার রাতে এ ধর্মঘটের সিদ্ধান্ত নেয়। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, রংপুর নগরীর ছালেক পেট্রোল পাম্প, শাপলা পেট্রোল পাম্প, নর্দান পেট্রোল পাম্পসহ সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

তেল সরবরাহ বন্ধ থাকায় মোটরসাইকেল, গাড়ি ও গণপরিবহন চালকেরা বিপাকে পড়েছেন। তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন তারা।

মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম বলেন, "তেল নিতে এসে দেখি পাম্প বন্ধ। কোনো ঘোষণা ছাড়াই পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আশেপাশের দোকান থেকে খোলা তেল কিনতে হবে, যা অনেক সময় নকল বা নিম্নমানের হতে পারে।"

অপর মোটরসাইকেল চালক হৃদয় বলেন, "মোটরসাইকেলে একেবারে তেল নেই, তাই নিতে এসেছিলাম। এখন পাম্প বন্ধ থাকায় গাড়ি ঠেলে নিয়ে যেতে হবে।"

গাড়িচালক আবিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, "সারাদিন গাড়ি নিয়ে ছুটতে হয়। সকালে তেল নিতে এলে জানানো হয়, তেল নেই। সাধারণ মানুষকে জিম্মি করে আন্দোলন করাটা কতটা যৌক্তিক?"

রংপুর নগরীর নর্দান পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, "বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী পাম্প বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ ধর্মঘট চলবে।"

এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় বা রংপুর শাখার নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি, ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বন্ধ,পেট্রোল,পাম্প
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত