ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

নরসিংদীতে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

নরসিংদীতে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

নরসিংদীতে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতাদের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ও জজ কোর্ট প্রাঙ্গণে গিয়ে ম্যুরাল ভাঙার সূচনা করেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী জজ কোর্ট প্রাঙ্গণে জড়ো হতে থাকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এসময় কোর্ট প্রাঙ্গণে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়।

এসময় শিক্ষার্থীদের ‘মুজিববাদের আস্তানা, গুঁড়িয়ে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ এরকম স্লোগান দিতে দেখা গেছে। এদিকে জেলা প্রশাসক কার্যালয় ও জজ কোর্ট এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলেও আদালতে আসা ভোক্তভুগিরা জানান।

উল্লেখ্য, নরসিংদী থেকে ঢাকায় যাওয়ার পথে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকে গ্রেফতার করে পুলিশ। গত সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের রুপগঞ্জের কাঞ্চন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নরসিংদী সদর মডেল থানা থেকে আদালতে যাবার পথে ‘জয় বাংলা’ স্লোগান ও পুলিশ হত্যার বিচার দাবি করলেন ছাত্রলীগের ওই ১০ নেতা-কর্মী।

শেখ মুজিব,ম্যুরাল,ভাঙচুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত