ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে অস্ট্রেলিয়ান প্রবাসী বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ড. শামারুহ মির্জা ও জামাতা ড. ফাহাম আব্দুস সালামকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও এর আয়োজনে জয়নাল আবেদীন মিলনায়তনে জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়।
শুরুতে ড. শামারুহ মির্জা ও ড. ফাহাম আব্দুস সালামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইএসডিও এর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান। এরপর ঠাকুরগাঁও প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করেন ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরে পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্কুল কলেজের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও তাদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
ড. শামারুহ মির্জা তার বক্তব্যে বলেন, পরিশ্রম ছাড়া জীবনে সফলতা কখনো আসে না, তাই পরিশ্রমের কোন বিকল্প নেই। জীবনে সফলতা পেতে হলে পরিশ্রমই তার মূল চাবিকাঠি।
তরুণদের উদ্দেশ্যে ড. ফাহাম আব্দুস সালাম বলেন, সত্যের পথে চলা ও সত্যকে সত্য বলার মধ্য দিয়েই জীবনের চলার পথ সহজ করা সম্ভব। কারণ মিথ্যা আশ্রয় নিলে সেটা মিথ্যাই থেকে যাবে।
ইএসডিও এর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মনতোষ কুমার দে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ অনেকে।