ঢাকা শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুরে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রংপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা শাখার উদ্যোগে নগরীর মেডিকেল মোড় থেকে একটি বনার্ঢ্য র‍্যালি শহরের ব্যাংক মোড় হয়ে, জিলা স্কুলের সামন দিয়ে টাউন হলের মূল ফটকে এসে পথ সভা অনুষ্ঠিত হয়।

এসময় রংপুর জেলা শিবির এর সভাপতি ফিরোজ মাহমুদ, সেক্রেটারি হামিদুর রহমান, অফিস সম্পাদক আশরাফুল ইসলাম সালেহী, সাবেক জেলা বায়তুল মাল সম্পাদক ফরহাদ হোসেন মন্ডল। সাবেক জেলার সভাপতি মেহেদী হাসান। বায়তুল মাল সম্পাদক হানিফুর রহমান স্বাধীন উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ নানা স্লোগান সংবলিত প্লেকার্ড ও জাতীয় পতাকা হাতে র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে সমাবেশে জেলা সভাপতি ফিরোজ মাহমুদ বলেন, ১৯৭৭ সালের ৬ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শিবির প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মীর কাশেম আলী এবং প্রতিষ্ঠাকালীন দলটির সদস্য ছিল মাত্র ছয়জন। যুগে যুগে নানামুখী ষড়যন্ত্রের কঠিন দেয়াল ভেদ করে আজকে ছাত্রশিবির গণমানুষের আস্থার সংগঠনে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে বাংলাদেশ থেকে ইসলামী মূল্যবোধকে ধ্বংস করতে আমাদের প্রথম সারির নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে শহীদ করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আমাদের ভাইকে গুম করা হয়েছে। বর্তমান সরকারের কাছে দাবি দ্রুত আমাদের গুম হওয়া ভাইদের তথ্য নিশ্চিত করতে হবে।

সেক্রেটারি হামিদুর রহমান বলেন, বাংলাদেশ ৫ই আগস্ট পরবর্তী ফ্যাসিস্টদের করাল গ্রাস থেকে মুক্ত হলেও এখনো ফ্যাসিবাদের দোসরা বিভিন্নভাবে ক্রিয়াশীল। পলাতক খুনি হাসিনা পাশের দেশে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন তৎপরতা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রশিবির যেকোনো মূল্যে এই অপতৎপরতা রুখে দেবে। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন ও শোষণমুক্ত সোনার বাংলাদেশ। এমন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ছাত্রশিবির প্রতিজ্ঞাবদ্ধ।

ছাত্রশিবির,প্রতিষ্ঠাবার্ষিকী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত