ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের পিছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের পিছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

চুয়াডাঙ্গার দামুড়হুদায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পিছনে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই আরোহী দু'যুবক নিহত হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী সুইট (২৫) পুরান বাস্তপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে ও নাহিদ (২০) একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তারা ঘটনাস্থলে মারা যায়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সুইট ও নাহিদ মোটরসাইকেলে করে দ্রুত গতিতে পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রাম থেকে নিজ গ্রাম পুরাতন বাস্তপুরে ফিরেছিল। গ্রামে ঢোকার মুখে মাদ্রাসার নিকট রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাক্টরের পিছনে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা লাগলে দুজন ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, পুরাতন বাস্তপুর গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন মারা গেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত,সড়ক দূর্ঘটনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত