দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি গাজাসহ মো. সাবেদ আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ জানুয়ারি) রাত ৯টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল ডাঙাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাবেদ আলী সুজালপুর ইউনিয়নের জগদল ডাঙাপাড়া মৃত সামসুল হকের ছেলে।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী মো. সাবেদ আলী পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে নিজ মুদি দোকানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুরের দিক নির্দেশনায় তার মুদি দোকানে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় নেই। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে বীরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।