ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

২০ কোটি টাকা আত্মসাৎ

কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন কারাগারে

কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন কারাগারে

২০ কোটি টাকা আত্মসাৎ মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ এই আদেশ দেন।

আদালতে নিযুক্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৪ সালের ১৯ নভেম্বর কয়লাবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিপূরণের একটি প্রধান আসামি ছিলেন তৎকালীন জেলা প্রশাসক রুহুল আমিন। মামলা থেকে বাদ যেতে বাদী কায়সারুল ইসলাম চৌধুরীর স্বাক্ষর এবং নথি জাল করে তৎকালীন জেলা ও দায়রা আদালতের বিচারক সাদিকুল ইসলাম তালুকদারের সাথে যোগসাজশ করে নিজেদের নাম কেটে দেওয়ার মাধ্যমে ২০ কোটি টাকা আত্মসাতের ষড়যন্ত্র করেছিলেন প্রধান আসামি রুহুল আমীন।

এ ঘটনায় রুহুল আমীন, তৎকালীন জেলা ও দায়রা আদালতের বিচারক সাদিকুল ইসলাম তালুকদার, আইনজীবী মোস্তাক আহমদ চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির স্বপন কান্তি পাল এবং জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার জাফর আহমদসহ সাতজনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন বাদি।

এই মামলায় গত ২৩ জানুয়ারি পাঁচ আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ।

দুদকের এ আইনজীবী জানান, গ্রেফতারি পরোয়ানা জারির পর রোববার আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামীরা কেউ জামিন আবেদন করেননি বলে জানান দুদকের আইনজীবী মো. সিরাজ উল্লাহ।

২০ কোটি টাকা আত্মসাতের মামলায় ২০১৭ সালের ২২ মে রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়। এর আগে, দুদক বিভিন্ন আসামিকে গ্রেফতার করে। মামলাটি বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারাধীন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৯ নভেম্বর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তৎকালীন জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে মামলা করেন মাতারবাড়ীর বাসিন্দা এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদককে নির্দেশ দেন। মামলার পরপরই ১ নম্বর আসামি রুহুল আমিনের নাম বাদ দিয়ে দুদকের প্রধান কার্যালয়ে নথিপত্র পাঠান তৎকালীন জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার।

জেলা প্রশাসক,কারাগার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত