ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

পুলিশের অভিযানে ঠাকুরগাঁওয়ে ১৫ জন আটক

পুলিশের অভিযানে ঠাকুরগাঁওয়ে ১৫ জন আটক

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ১৫ জনকে আটক করা হয়েছে। ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

রোববার (৯ ফেব্রুয়ারী) তিনি বলেন, রাতভর অভিযান চালিয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ তাঁদের আটক করে। আটক ব্যক্তিরা ৫ আগস্টের পরে দায়ে করা বিভিন্ন মামলার আসামি।

আটক ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান গ্রামের মৃত- ইব্রাহিমের ছেলে মোঃ শামছুল হক (৫০), দেহন গ্রামের মৃত- আব্দুর রহমানের ছেলে মোঃ শাহাদৎ আলী (৪৭), দানার হাট গ্রামের গোলাম রব্বানীর ছেলে মোঃ মেহেদী হাসান (২৫), হরিনারায়নপুর (মাস্টারপাড়া) গ্রামের মৃত- নুরুল হকের ছেলে মোঃ আব্দুল আউয়াল (৫২), আসাননগর গ্রামের মৃত-রফিজ উদ্দিন সরকারের ছেলে মোঃ তাহেরুল ইসলাম (৪৮), কশালগাঁও গ্রামের মোঃ অসিব উদ্দিনের ছেলে মোঃ সাদেকুল ইসলাম (৪০)। পীরগঞ্জ উপজেলার পশ্চিম রঘুনাথপুর (মাস্টার মোড়) গ্রামের ঋত্বিক রোশন রাব্বি (২০), সনগাঁও গ্রামের মোঃ আনসার আলীর ছেলে মোঃ সাগর আলী (২২), রানীশংকৈল উপজেলার কলেজপাড়া বন্দর গ্রামের বিষু বসাকের ছেলে মোঃ স্বাধীন বসাক (৩০), দোশিয়া গ্রামের ইসলাম উদ্দীনের ছেলে মোঃ লুৎফর রহমান(৪০)।

বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী রুপগঞ্জ গ্রামের মৃত -আব্দুল হাকিমের ছেলে মোঃ সাজিদুর রহমান (সাজিদ) (৩৬), একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ জয়নুল হক (৪৩), মমিনতলা গ্রামের মৃত জের মোহাম্মদের ছেলে সাহেদ আলী (৫৫), বোগড়া গ্রামের শামসুদ্দীন মিয়ার ছেলে জিন্নাহ আলী (৩৬), বড়বাড়ি বুধু মেম্বার পাড়া গ্রামের রশিদুল হকের ছেলে মাহাবুব আলম (৪৫)।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা ৫ আগষ্টের পরে বিভিন্ন আইনে দায়ের করা মামলার আসামী।

ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বলেন এটা পুলিশের নিয়মিত অভিযানের অংশ। আসামীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মামলা থাকায় তাদের গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযান,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত