প্রিপেইড মিটার পুনরায় স্থাপনের চেষ্টার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিদ্যুৎ গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব আহসানুল আরেফিন তিতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক খুরশীদ আলম মুন্না, মনিরুজ্জামান সোহেল প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, জনগণের আন্দোলনের মুখে জেলা প্রশাসকের মধ্যস্থতায় নেসকো প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম স্থগিত করেছিল। তবে এবার নেসকোর কিছু অসাধু কর্মকর্তা পুনরায় এটি স্থাপনের চেষ্টা চালাচ্ছেন।
তারা আরও বলেন, ডিজিটাল মিটারের তুলনায় প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিল প্রায় দ্বিগুণ পরিশোধ করতে হচ্ছে। জনগণের স্বার্থ বিবেচনায় না নিয়েই প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি করবে।
বক্তারা দাবি করেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের ব্যবসায়িক স্বার্থে এই মিটার আমদানি করা হয়েছে এবং এখন তা জনগণের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির সঙ্গে প্রিপেইড মিটারের ব্যয় যুক্ত হলে সাধারণ মানুষ আরও বিপদে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
সমাবেশে সভাপতি বলেন, “জনগণের নীরবতা দেখে নেসকো আবারও প্রিপেইড মিটার স্থাপনের চক্রান্ত করছে। কিন্তু জনগণ যে নিস্ক্রিয় নয়, এই বিক্ষোভ সমাবেশই তার প্রমাণ। অবিলম্বে সরকারি প্রজ্ঞাপন জারি করে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”